দীনবন্ধু মিত্র নিয়ে চাকরি পরীক্ষা আসা সকল প্রশ্ন।
দীনবন্ধু মিত্র প্রহসন কোনটি?
উত্তরঃ বিয়ে পাগলা বুড়ো।
কোনটি দীনবন্ধু মিত্রেক রচনা?
উত্তরঃ কমলে কামিনী।
কোনটি দীনবন্দু মিত্র রচনা?
উত্তরঃ নীলদর্পণ।
কোনটি দীনবন্ধু মিত্র কাব্যগ্রন্থ?
উত্তরঃ সুরধনী কাব্য
কোনটি দীনবন্দু মিত্র কাব্যগ্রন্থ?
উত্তরঃ দ্বাদশ কবিতা।
নীলদর্পণ কার রচনা?
উত্তরঃ দীনবন্দু মিত্র।
দীনবন্দু মিত্র প্রহসন এর নাম কি?
উত্তরঃ সাধবা একাদশী।
নীলদর্পণ নাটকের কাহিনি কি?
উত্তরঃ মেহেরপুর অঞ্চলের ।
দীনবন্দু মিত্র জন্ম কোথায় ?
উত্তরঃ নদীয়ার চৌবেড়িয়া গ্রামে।
দীনবন্দুর মিত্র সাহিত্যের জীবন শুরু হয় কি দিয়ে?
উত্তরঃ কবিতা দিয়ে।
দীনবন্ধু মিত্র কবিতা লেখা শুরু করেন কার অনুপ্রেরণায়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তের।