ছয়-দফা আন্দোলন , ১৯৬৬ সাল
ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের
ক) ফেব্রয়ারিতে
খ) মে মাসে
গ) জুলাই মাসে
ঘ) আগষ্ট
উত্তরঃ ক
ঐতিহাসিক ছয় দফা কিসের সাথে তুলনা করা হয়?
ক) বিল অব রাইটস
খ) ম্যাগনাকাটা
গ) পিটিশন অব রাইটস
ঘ) মুখ্য আইন
উত্তরঃ খ
৬ দফা পেশ করা হয়েছিল?
ক) ২১ শে ফেব্রয়ারি ১৯৫৪
খ) ২২ মাচ ১৯৫৮
গ) ২০ এপ্রিল ১৯৬২
ঘ) ২৩ মাচ ১৯৬৬
উত্তরঃ ঘ
৬ দফা আন্দোলনের প্রথম শহীদ কে?
ক) শামসুজ্জেহা
খ) মনুমিয়া
গ) রফিক
ঘ) সালাম
উত্তরঃ খ
বাঙ্গালিদের বেচে থাকার সনদ ৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল?
ক) ১৯৬৫
খ) ১৯৬৬
গ) ১৯৬৮
ঘ) ১৯৬৯
উত্তরঃ খ
আওয়ামী লীগের ঐতিহাসিক ৬ দফা প্রথম দফা কি?
ক) রাষ্ট্রষাভা হিসেবে বাংলা
খ) ধর্ম নিরপেক্ষতা
গ) স্বাতন্ত্য মুদ্রা
ঘ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
উত্তরঃ ঘ
৬ দফা দাবি ঘোষনা করেন কে?
ক) মাওলানা ভাসানী
খ) কমবেড মুজাফফর আহমেদ
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ) হোসেন শহীদ সোওরাওয়ার্দী
উত্তরঃ গ
বঙ্গবন্ধু কোথায় ৬ দফা পেশ করেন?
ক) ঢাকায়
খ) লাহোরে
গ) নারায়নগঙ্জ
ঘ) করাচীতে
উত্তরঃ খ
ঔতিহাসিক ৬ দফা কবে ঘোষনা করা হয়?
ক) ১ ফেব্রয়ারিতে
খ) ৫ ফেব্রয়ারিতে
গ) ৭ ফেব্রয়ারিতে
ঘ) ৭ মার্চ
উত্তরঃ খ
ছয় দফা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো
ক) বাঙ্গালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
খ) অর্থনেতিক মুক্তি আন্দোলন
গ) ভাষা আন্দোলনের সফল বাস্তবায়ন
ঘ) শিক্ষা সংস্কার
উত্তরঃ গ