ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে উপমহাদেশ ৫০+mcq

ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে উপমহাদেশ

পূর্ববঙ্গ ও আসম প্রদেশ গঠনকালে বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল ও ভাইসরয় ছিলেন?

ক) লর্ড রিপন

খ) লর্ড কার্জন

গ) লর্ড মিন্টো

ঘ) লর্ড হার্ডিজ

উত্তরঃ খ

বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

ক) ১৯০৫

খ) ১৯১১

গ) ১৯১৬

ঘ) ১৯৪৫

উত্তরঃ খ

সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?

ক) ১৮১৯

খ) ১৮২৯

গ) ১৮৩৯

ঘ) ১৯৪৯

উত্তরঃ খ

ভারতে স্বাধীনতা আইন পাস হয়?

ক) ১৮ জুলাই, ১৯৪৭

খ) ১৪ আগস্ট, ১৯৪৭

গ) ১৫ আগস্ট, ১৯৪৭

ঘ) ২৩ আগস্ট, ১৯৪০

উত্তরঃ ক

বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবতন করেন?

ক) কর্নওয়ালিস

খ) বেন্টিংক

গ) ক্লাইভ

ঘ) ওয়াভেল

উত্তরঃ ক

বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?

ক) ১৭০০

খ) ১৭৬২

গ) ১৯৬৫

ঘ) ১৭৯৩

উত্তরঃ ঘ

লর্ড ক্যানিং ভারত উপমহাদেশের প্রথম কোন ব্যবস্থা চালু করেন?

ক) চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা

খ) সতীদাহ নিবারণ ব্যবস্থা

গ) দ্বৈত শাসন ব্যবস্থা

ঘ) পুলিশ ব্যবস্থা

উত্তরঃ ঘ

ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসন ঘটে কোন সলে?

ক) ১৮৫৮

খ) ১৯০৫

গ) ১৯১১

ঘ) ১৯৪৭

উত্তরঃ ক

কার সমায় বঙ্গ ভঙ্গ হয়?

ক) কর্নওয়ালিস

খ) বেন্টিংক

গ) ক্লাইভ

ঘ) কার্জন

উত্তরঃ ঘ

বঙ্গভঙ্গ আইন পাস হয় কত সালে?

ক) ১৯০৫

খ) ১৯২০

গ) ১৯১১

ঘ) ১৯১৪

উত্তরঃ ক

কত সালে হিন্দুসমাজ বিধবা বিবাহ প্রথা আইন চালু হয়?

ক) ১৭৫৬

খ) ১৮৫৬

গ) ১৮৮৫

ঘ) ১৮৯৫

উত্তরঃ খ

চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবতন করা হয়?

ক) ২২-৩-১৮৯৩

খ) ২২-৩-১৮০৫

গ) ২২-৩-১৭৯৩

ঘ) ১৬-৩-১৭৯৬

উত্তরঃ গ

অধীনতা মূলক মিত্রতা নীতির প্রবতক কে?

ক) কর্নওয়ালিস

খ) বেন্টিংক

গ) ক্লাইভ

ঘ) ওয়েলেসলি

উত্তরঃ ঘ

টিপু সুলতান কে ছিলেন?

ক) ব্যাঙ্গোলারের শাসনকর্তা

খ) মহীশূরের শাসনকর্তা

গ) অযোধ্যার শাসনকর্তা

ঘ) মীরাটের নবাব

উত্তরঃ খ

সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?

ক) কর্নওয়ালিস

খ) বেন্টিংক

গ) ক্লাইভ

ঘ) কার্জন

উত্তরঃ খ

স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন?

ক) অযোধ্যা

খ) পাজ্ঙাব

গ) নাগপুর

ঘ) হায়দ্রাবাদ

উত্তরঃ গ

ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়?

ক) কর্নওয়ালিস

খ) ডালহৌসি

গ) ক্লাইভ

ঘ) কার্জন

উত্তরঃ খ

ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন কাল

ক) ১৭৫৭-১৯৪৭

খ) ১৮৭৫-১৯৪৭

গ) ১৭৫৭-১৮৫৭

ঘ) ১৭৬৫-১৮৮৫

উত্তরঃ গ

ঢাকায় ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান

ক) রমনা পার্ক

খ) ন্যাশনাল পার্ক

গ) গুলশান পার্ক

ঘ) বাহাদুরশাহ পার্ক

উত্তরঃ ঘ

ভারতে প্রথম আদশগুমারি হয় কোন সালে?

ক) ১৯৭২

খ) ১৮৫০

গ) ১৮৭২

ঘ) ১৯০১

উত্তরঃ গ

ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবতক?

ক) কর্নওয়ালিস

খ) রিপন

গ) ক্লাইভ

ঘ) কার্জন

উত্তরঃ খ

১৯০৫ সাল কোন ঘটনার সাথে জড়িত?

ক) মুসলিম লীগ প্রতিষ্টা

খ) বঙ্গভঙ্গ

গ) গান্ধি হত্যা

ঘ) ভারত বিভক্তি

উত্তরঃ খ

বঙ্গ প্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশ বিভক্ত করেন

ক) কর্নওয়ালিস

খ) রিপন

গ) ক্লাইভ

ঘ) কার্জন

উত্তরঃ গ

ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়?

ক) ১৭৫৭

খ) ১৯০৫

গ) ১৮৭৫

ঘ) ১৯১১

উত্তরঃ খ

বঙ্গভঙ্গ সুপারিশ করেন কে?

ক) কর্নওয়ালিস

খ) রিপন

গ) ক্লাইভ

ঘ) কার্জন

উত্তরঃ ঘ

প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভনর ছিলেন?

ক) কর্নওয়ালিস

খ) রিপন

গ) ক্লাইভ

ঘ) কার্জন

উত্তরঃ ঘ

পূর্ব বাংলার ও আসাম প্রথম লেফটেন্যান্ট গভনর ছিলেন কে?

ক) ফুলার

খ) রিপন

গ) ক্লাইভ

ঘ) মিন্টো

উত্তরঃ ক

ব্রিটিশ ভারতে রাজধানী কলকাতা হতে দিল্লিতে হস্তান্তর হয় ?

ক) ১৯১২ সালে

খ) ১৮১২ সালে

গ) ১৮৫৭ সালে

ঘ) ১৮৬৫ সালে

উত্তরঃ ক

ভারত বিভক্তর সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) এটলি

খ) চাচিল

গ) ডিজারেইলি

ঘ) গ্লাডস্টোন

উত্তরঃ ক

১৯৪৭ সালে সীমানা কমিশন কি নামে পরিচিতি?

ক) র‌্যাডক্লিফ কমিশন

খ) সাইমন কমিশন

গ) লরেন্স কমিশন

ঘ) ম্যাকডোনাল্ড কমিশন

উত্তরঃ ক

অবিভক্ত বাংলার সর্বশেষ গভনর ছিলেন কে?

ক) স্যার জন হারাট

খ) এন্ডারসন

গ) স্যার এফ বারেজ

ঘ) আর জি কেসি

উত্তরঃ গ

Leave a Comment