বাংলায় নবাবী আমল বিগত চাকুরি পরীক্ষা প্রশ্ন ও সমাধান
বাংলাদেশে প্রথম স্বাধীন নবাব কে?
ক) নবাব সিবাজউদ্দৌলা
খ) মুর্শিদ কুলী খান
গ) ইলিয়াস শাহ
ঘ) আলাউদ্দিন হুসেন শাহ
উত্তরঃ খ
কোন মোঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা হইতে মুশিদাবাদে স্থানান্তর করেন?
ক) ইসলাম খান
খ) শায়েস্তা খান
গ) মুর্শিদকুলি খান
ঘ) আলীবদী খান
উত্তরঃ গ
বাংলার প্রথম নবাব কে ছিলেন?
ক) নবাব সিবাজউদ্দৌলা
খ) মুর্শিদ কুলী খান
গ) ইলিয়াস শাহ
ঘ) আলাউদ্দিন হুসেন শাহ
উত্তরঃ খ
বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?
ক) পলাশী যুদ্ধে
খ) সিপাহী যুদ্ধে
গ) বক্সারের যুদ্ধে
ঘ) কর্ণাটকের যুদ্ধে
উত্তরঃ ক
পলাশীর যুদ্ধ হয় কত সালে?
ক) ১৭৭০ সালে
খ) ১৭৫৭ সালে
গ) ১৮৮৭ সালে
ঘ) ১৮৮০ সালে
উত্তরঃ খ
সিরাজউদ্দৌলা প্রকৃত নাম কি ছিল?
ক) মির্জা মোহাম্মদ
খ) মির্জা আলম
গ) মির্জা খলিল
ঘ) মির্জা আজম
উত্তরঃ ক
বাংলা মুঘল শাসন ৫০+mcq
মীর কাশিম বাংলার রাজধানী কোথায় স্থানান্তর করেন?
ক) ঢাকা
খ) মুঙ্গের
গ) তান্ডা
ঘ) মুশিদাবাদে
উত্তরঃ খ
বাংলার নবাবী শাসন কোন সুবেদারের সময় হতে শুরু হয়?
ক) ইসলাম খান
খ) শায়েস্তা খান
গ) মুর্শিদকুলি খান
ঘ) আলীবদী খান
উত্তরঃ গ
মুসলমান আমলে এদেশে এসে অত্যাচার ও লুট শুরু করে কারা?
ক) জলদসুরা
খ) পর্তুগিজরা
গ) বর্গীরা
ঘ) ইংরেজরা
উত্তরঃ গ
নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি?
ক) জয়েন উদ্দিন
খ) আলিবদী খান
গ) শওকত জং
ঘ) হায়দার আলী
উত্তরঃ ক
কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন?
ক) ১৭৫৬
খ) ১৮৫৬
গ) ১৭৫৭
ঘ) ১৮৫৭
উত্তরঃ ক
অন্ধকুপ হত্যা কাহিনী কারা তৈরি করে?
ক) হলওয়েল
খ) মীর জাফর
গ) ক্লাইভ
ঘ) কর্নওয়ালিস
উত্তরঃ ক
কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে?
ক) পলাশীর যুদ্ধে
খ) পানিপথের যুদ্ধে
গ) বক্সারের যুদ্ধে
ঘ) সিপাহী যুদ্ধে
উত্তরঃ ক
বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ক) ১৬৬০
খ) ১৭০৭
গ) ১৭৫৭
ঘ) ১৭৬৪
উত্তরঃ ঘ