Primary Exam Question Solution 20-05-2022
১। ‘অঙ্গজুড়ায় তোমার ছায়ায় এসে’ – এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) জন্মভূমির প্রকৃতি
(খ) গাছের ছায়া
(গ) জন্মভূমির আশ্রয়
(ঘ) মায়ের কোল
উত্তরঃ (গ)
২। সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে-
(ক) Birds cry at dawn
(খ) Birds sing at dawn
(গ) Birds twitter at dawn
(ঘ) Birds shout at dawn
উত্তরঃ (গ)
৩। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ :১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
(ক) ৯
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৮
উত্তরঃ (গ)
৪। প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা (hour) সময় লাগবে?
(ক) ১২
(খ) ১৩
(গ) ১৪
(ঘ) ১১
উত্তরঃ (ঘ)
৫। What does CV stand for?
(ক) Curriculum Vitae
(খ) Current Value
(গ) Curriculam Vitae
(ঘ) Curriculum Vites
উত্তরঃ (ক)
৬। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?
(ক) উত্তরা গণভবন
(খ) উত্তরবঙ্গ সংসদ ভবন
(গ) গণভবন
(ঘ) বঙ্গভবন
উত্তরঃ (ক)
৭। A state where all religions are respected_____.
(ক) Good state
(খ) Secular
(গ) Holy country
(ঘ) Reactor
উত্তরঃ (খ)
৮। যদি a + b + c = 0 হয় তবে a3 + b3 + c3 এর মান কত?
(ক) 1
(খ) 3abc
(গ) abc
(ঘ) 0
উত্তরঃ (খ)
৯। ফলের দোকন থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভাল আছে?
(ক) ৯০
(খ) ৮০
(গ) ৮৫
(ঘ) ৯৫
উত্তরঃ (ঘ)
১০। ধ্বনি হলো –
(ক) ভাষার ক্ষুদ্রতম অংশ
(খ) অর্থবোধক শব্দসমষ্টি
(গ) ভাষার লিখিত রূপ
(ঘ) দুটি
উত্তরঃ (ক)
১১। ১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১৫ এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
(ক) ২৭
(খ) ২৮
(গ) ২৯
(ঘ) ২৫
উত্তরঃ (খ)
১২। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
(ক) ৬
(খ) ১০
(গ) ১২
(ঘ) ১৮
উত্তরঃ (খ)
১৩। সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?
(ক) ক্রিয়া বিশেষণ
(খ) বিশেষণের বিশেষণ
(গ) নাম বিশেষণ
(ঘ) বিশেষ্যের বিশেষণ
উত্তরঃ (ক)
১৪। সম্প্রতি ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
(ক) প্যারিস
(খ) নিউইয়র্ক
(গ) ফ্লোরিডা
(ঘ) দুবাই
উত্তরঃ (খ)
১৫। A lot of news in those papers___ unreliable.
(ক)are
(খ) is
(গ) were
(ঘ) being
উত্তরঃ (খ)
১৬। ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
(ক) বিশেষভাবে বিশ্লেষণ
(খ) সাধারণ সংশ্লেষণ
(গ) বিশেষভাবে সংযোজন
(ঘ) সাধারণ বিশ্লেষণ
উত্তরঃ (ক)
১৭। A remedy for all diseases___.
(ক) polyglot
(খ) panacea
(গ) were
(ঘ) being
উত্তরঃ (খ)
১৮। ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?
(ক) তদ্ভব
(খ) তৎসম
(গ) অতৎসম
(ঘ) সংস্কৃত
উত্তরঃ (গ)
১৯। He was brought to the police station for —.
(ক) judgment
(খ) questioning
(গ) confinement
(ঘ) punishment
উত্তরঃ (খ)
মুনীর চৌধুরী হতে আসা চাকরি পরীক্ষা প্রশ্ন ও উত্তর জানতে চাইলে এখানে ক্লিক করুন
২০। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন?
(ক) ২০০৯
(খ) ২০১২
(গ) ২০১০
(ঘ) ২০১১
উত্তরঃ (ক)
২১। ‘Syntax’ means —.
(ক) Supplementary text
(খ) Synchronizing act
(গ) Manner of speech
(ঘ) Sentence building
উত্তরঃ (ঘ)
২২। ১৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সেমি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেমি.?
(ক) ১২
(খ) ৮
(গ) ৯
(ঘ) ১০
উত্তরঃ (গ)
২৩। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ।
(ক) পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন
(খ) উদ্ভাবন ও বিজ্ঞান
(গ) ব্যবস্থাপনা ও উন্নয়ন
(ঘ) তথ্য যোগাযোগ ও প্রযুক্তি
উত্তরঃ (ক)
২৪। Which of the following is in plural form?
(ক) datum
(খ) radius
(গ) analysis
(ঘ) media
উত্তরঃ (ঘ)
২৫। ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’-
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) ধীরেন্দ্রনাথ দত্ত
(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (গ)
২৬। ‘Brain child’ means-
(ক) autistic child
(খ) special child
(গ) intelligent person
(ঘ) a person’s idea
উত্তরঃ (ঘ)
২৭। A sentence is a group of words that expresses a complete —.
(ক) thought
(খ) paragraph
(গ) predicate
(ঘ) fragment
উত্তরঃ (ক)
২৮। To everyone’s surprise he got — the examination.
(ক) over
(খ) passed
(গ) through
(ঘ) failed
উত্তরঃ (খ)
২৯। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
(ক) ২০১৫
(খ) ২০০৮
(গ) ২০১১
(ঘ) ২০১৪
উত্তরঃ (গ)
৩০। একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখাহয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকের। মইয়ের অপর প্রাপ্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
(ক) ৩০
(খ) ১০
(গ) ২০
(ঘ) ২৫
উত্তরঃ (ক)
৩১। SMS – এর পূর্ণরূপ কী?
(ক) Short Multimedia Service
(খ) Short Message Server
(গ) Short Message System
(ঘ) Short Message Service
উত্তরঃ (ঘ)
৩২। দুইটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু হবে?
(ক) ২৯২
(খ) ৩১২
(গ) ২৬০
(ঘ) ২৮০
উত্তরঃ (ঘ)
৩৩। পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?
(ক) পাঠ্য+ণক
(খ) পাঠ+ আক
(গ) পঠ+ অনক
(ঘ) পঠ্ +ণক
উত্তরঃ (ঘ)
৩৪। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন।
(খ) তিনি ও স্ত্রী শহরে থাকেন।
(গ) তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
(ঘ) তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
উত্তরঃ (ক)
৩৫। ‘To read between the lines’ means.
(ক) To read only some lines
(খ) To read quickly to save time
(গ) To read carefully to find out any hidden meaning
(ঘ) To read carefully
উত্তরঃ (গ)
৩৬। What is the meaning of the word ‘Vice Versa?
(ক) Face to face
(খ) Namely
(গ) The terms being exchanged
(ঘ) For example
উত্তরঃ (গ)
৩৭। The word ‘Decade’ means
(ক) decaying old age
(খ) a group of ten people
(গ) period of ten years
(ঘ) rotten object
উত্তরঃ (গ)
৩৮। বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী বলেছেন
(ক) মাওলানা ভাসানী
(খ) তাজউপি আহমেদ
(গ) শেখ হাসিনা
(ঘ) হোসেন শহীদ সাহোরাওয়ার্দী
উত্তরঃ (গ)
৩৯। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
(ক) দেশি
(খ) তদ্ভব
(গ) তৎসম
(ঘ) বিদেশি
উত্তরঃ (গ)
৪০। নিচের কোনটি ‘সুনীল অর্থনীতি’র সাথে সম্পর্কিত?
(ক) বনজ সম্পদ
(খ) খনিজ সম্পদ
(গ) মৎস্য সম্পদ
(ঘ) সমুদ্র সম্পদ
উত্তরঃ (ঘ)
৪১। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
(ক) ৩৬০০
(খ) ২৪০০
(গ) ১২০০
(ঘ) ৩০০০
উত্তরঃ (ক)
৪২। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক-
(ক) রফিক আজাদ
(খ) শেখ হাসিনা
(গ) শেখ মুজিবুর রহমান
(ঘ) সৈয়দ শামসুল হক
উত্তরঃ (গ)
৪৩। ‘Oncology’ relates to —
(ক) ecology
(খ) environment
(গ) law
(ঘ) medicine
উত্তরঃ (ঘ)
৪৪। কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?
(ক) দেশের প্রাকৃতিক সম্পদ
(খ) দেশের ভৌগলিক অবস্থান
(গ) দেশের আয়তন
(ঘ) মাথাপিছু বিদ্যুৎ শক্তির ব্যবহার
উত্তরঃ (ঘ)
৪৫। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন?
(ক) নেপালের রাজদরবার
(খ) ভারতের গ্রন্থাগার
(গ) শ্রীলংকার গ্রন্থাগার
(ঘ) চীনের রাজদরবার
উত্তরঃ (ক)
৪৬। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে কলমটির মূল্য কত?
(ক) ২৮
(খ) ২৯
(গ) ২৫
(ঘ) ২৭
উত্তরঃ
৪৭। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
(ক) ভাওয়াইয়া
(খ) বাউল
(গ) মুর্শিদি
(ঘ) ভাটিয়ালি
উত্তরঃ (খ)
৪৮। ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
(ক) ১৩
(খ) ১৪
(গ) ১৫
(ঘ) ১৬
উত্তরঃ (গ)
৪৯। I need to install an … fan in the kitchen.
ক) adjust
খ) exhaust
গ) export
ঘ) egoist
উত্তরঃ (খ)
৫০। ’কিন্ডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?
(ক) ইংরেজি
(খ) পর্তুগিজ
(গ) ওলন্দাজ
(ঘ) জার্মানী
উত্তরঃ (ঘ)
৫১। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের হড় ৮৭ হয়?
(ক) ৮৯
(খ) ৮৮
(গ) ৮৬
(ঘ) ৯২
উত্তরঃ (ক)
৫২। কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?
(ক) ২৫-৩৫
(খ) ১০-২০
(গ) ২০-৩০
(ঘ) ৩০-৪০
উত্তরঃ (ঘ) ৩০-৪০
৫৩। ’মাথা খাও, পত্র দিতে ভুলো না’ এখানে ‘মাথা খাওয়ার’ অর্থ কী?
(ক) দিব্যি দেওয়া
(খ) আস্কারা পাওয়া
(গ) জ্ঞান দেয়া
(ঘ) অঙ্গ বিশেষ
উত্তরঃ (ক)
৫৪। ‘পৃথিবীতে কে কাহার?’ এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অপাদানে কারকে ৭মী বিভক্তি
(খ) কর্মকারকে ৭মী বিভক্তি
(গ) কর্মকারকে ৫মী বিভক্তি
(ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
উত্তরঃ (ঘ)
৫৫। Man did not know that the earth moves round the sun until it was___.
ক) Invented
খ) demonstrated
গ) discovered
ঘ) experimented
উত্তরঃ গ)
৫৬। কোন বানানটি শুদ্ধ?
(ক) আধ্যক্ষর
(খ) আদ্যাক্ষর
(গ) আদ্যোক্ষ
(ঘ) আদ্যক্ষর
উত্তরঃ (খ)
৫৭। Can you tell me where ___?
(ক) Rahim lives
(খ) Rahim does live
(গ) lives Rahim
(ঘ) does Rahim live
উত্তরঃ (ক)
৫৮। The minister told his officials to ___ a press conference.
(ক) prepare
(খ) speak
(গ) announce
(ঘ) arrange
উত্তরঃ (ঘ)
৫৯। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃ্দ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
(ক) ৬
(খ) ৭
(গ) ৪
(ঘ) ৫
উত্তরঃ (খ)
৬০। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?
(ক) কাস্টমার কেয়ার (খ) ব্যাংক
(গ) ই-অফিস (ঘ) কল সেন্টার
উ. (গ) ই-অফিস
৬১। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত?
(ক) ৬০
(খ) ৪৪
(গ) ৪০
(ঘ) ৫৪
উত্তরঃ (খ)
৬২। শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?
(ক) আপেল মাহমুদ
(খ) আলতাফ মাহমুদ
(গ) গৌরীপ্রসন্ন মজুমদার
(ঘ) অংশুমান রায়
উত্তরঃ (গ)
৬৩। ৯ কোটি সমান কত?
(ক) ৯০ মিলিয়ন
(খ) ৯০ বিলিয়ন
(গ) ৯ বিলিয়ন
(ঘ) ৯ মিলিয়ন
উত্তরঃ (ক)
৬৪। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?
(ক) সমতল পথে হাটা
(খ) গাছ থেকে নিচে নামা
(গ) একটি দেয়ালকে ধাক্কা দেওয়া
(ঘ) সিঁড়ি দিয়ে উপরে ওঠা
উত্তরঃ (গ)
৬৫। কোন বানানটি শুদ্ধ?
(ক) বীকেন্দ্রীকরণ
(খ) বিকেন্দ্রীকরণ
(গ) বিকেন্দ্রিকরণ
(ঘ) বীকেন্দ্রিকরণ
উত্তরঃ (খ)
৬৬। ‘বৈসাবি’ কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর উৎসব?
(ক) পার্বত্য চট্টগ্রাম
(খ) সিলেট
(গ) ময়মনসিংহ
(ঘ) রংপুর
উত্তরঃ (ক)
৬৭। একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত কেজি?
(ক) ৮
(খ) ১০
(গ) ১২
(ঘ) ১৩
উত্তরঃ (ক) ৮
৬৮। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
(ক) গােতাবায়া রাজাপক্ষে
(খ) মাহিন্দা রাজাপক্ষে
(গ) সাজিথ প্রেমাদাসা
(ঘ) রনিল বিক্রমাসিংহে
উত্তরঃ (ঘ)
৬৯। A stage of short sightness ___.
(ক) Abortion
(খ) Myopia
(গ) Autopsy
(ঘ) Maternity
উত্তরঃ (খ)
৭০। ‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলাে সারা’ – এখানে ‘রাশি রাশি’
(ক) অনুকার অব্যয়
(খ) সমষ্টিবাচক বিশেষ্য
(গ) নির্ধারক বিশেষণ
(ঘ) সাপেক্ষ সর্বনাম
উত্তরঃ (গ)
৭১। ন্যাটোতে যােগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে?
(ক) Poland
(খ) Sweden
(গ) Finland
(ঘ) Denmart
উত্তরঃ (গ)
৭২। সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
(ক) ক্রিয়া ও অব্যয়
(খ) অব্যয় ও ক্রিয়া।
(গ) সর্বনাম ও বিশেষ্য
(ঘ) ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ (ঘ)
৭৩। ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
(ক) ৫৮
(খ) ৫৩
(গ) ৫৫
(ঘ) ৫৬
উত্তরঃ (ঘ)
৭৪। BMI এর পূর্ণরূপ-
ক) Best Medicine of Integration
খ) Ballistic Missile Intivate
গ) Body Mass Index
ঘ) Bill Measurement Index
উত্তরঃ (গ)
৭৫। ‘উইকিপিডিয়া’ কী?
(ক) মুক্ত বিশ্বকোষ
(খ) স্মাট ফোন
(গ) উন্মুক্ত সফটওয়্যার
(ঘ) ডেটাবেইজ
উত্তরঃ (ক)
৭৬। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ –
(ক) ২০২১-২০২৫
(খ) ২০২৫-২০৩০
(গ) ২০২১-২০৪১
(ঘ) ২০২০-২০২৫
উত্তরঃ (গ)
৭৭। শিক্ষা সফরে যওয়ার জন্য ২৪০০ টকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড় বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল?
(ক) ৬০
(খ) ৪০
(গ) ৪৮
(ঘ) ৫০
উত্তরঃ (ক)
৭৮। শিশুর সহায়তায় হট লাইন নম্বরটি কত?
(ক) ৯৯৯
(খ) ৩৩৩১
(গ) ১০৯০
(ঘ) ১০৯৮
উত্তরঃ (ঘ)
৭৯। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
(ক) ১০
(খ) ১৫
(গ) ১২
(ঘ) ১১
উত্তরঃ (ক)
৮০। ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?
(ক) ১৪০০
(খ) ১২০০
(গ) ১৬০০
(ঘ) ১৫০০
উত্তরঃ (গ)
কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি দেন কে ?
কাজী নজরুল ইসলামকে “বিদ্রোহী কবি” উপাধি দেন প্রমথ চৌধুরী